গ্যাস্ট্রিকের ব্যথা ভেবেছিলেন তামিম । bd news । dhakakhobor 04

 গ্যাস্ট্রিকের ব্যথা ভেবেছিলেন তামিম

বুকে ব্যথা শুরু হয়েছিল সকালেই। অস্বস্তি বোধ করাতে তামিম ইকবাল ফিজিও ও ট্রেইনারকে জানান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ভেবেছিলেন গ্যাস্ট্রিকের ব্যথা। তাই ওষুধও খান। কিন্তু খানিকক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ব্লক ধরা পড়েছে, বসানো হয়েছে একটি রিং।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন 





                                          

বিকেএসপিতে ডিপিএলে ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়া তামিককে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আনা হয়েছে। অবস্থারও উন্নতি হয়েছে। আপাতত সিসিউ’তে আছেন পর্যবেক্ষণে। তবে শারিরীক অবস্থা হেলিকপ্টারে ফ্লাই করার উপযোগী নয় বলে এখনও ঢাকায় আনার সিদ্ধান্ত হয়নি।

আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখন অবশ্য সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।

এরআগে, অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসে। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে। সেখানেই চলছে তার চিকিৎসা। মোহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে নেওয়া হয় হাসপাতালে। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে।

জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url