সকালে ওরা আম্মা ডাকে রাতে ক্ষুদা মিটাতে বিছানায় ডাকে : সন্ধ্যা নাইডুর-bd news

 সকালে ওরা আম্মা ডাকে রাতে ক্ষুদা মিটাতে বিছানায় ডাকে : সন্ধ্যা নাইডুর-bd news

অভিনয় জগতে দিন ও রাতে ভিন্ন চিত্র ধরা দিয়েছে ভারতের তেলেগু অভিনেত্রী সন্ধ্যা নাইডুর কাছে। তার অভিযোগ, দিনে যারা ‘আম্মা’ বলে ডাকেন, রাত নামলে ওই ব্যক্তিরাই তাকে বিছায়ানায় চান।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন 





                                          

এমনি ফোনে সরাসরি কুপ্রস্তাবও দেন সন্ধ্যা নাইডু বলেন, ‘সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে। কিন্তু রাতে চায় বিছানায়। ওরা যে ইন্ডাস্ট্রিরই লোকজন সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না।’

এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করা সন্ধ্যাকে কারা বিছানায় ডাকেন- সেটি তিনি পরিষ্কার করে বলেননি। মা ও চাচির চরিত্রে নিয়মিত অভিনয় করায় এরই মধ্যে সন্ধ্যা নাইডু ‘আম্মা’ উপাধী পেয়েছেন।

এর আগে তামিল অভিনেত্রী শ্রী রেড্ডি প্রতিবাদ জানিয়ে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ নেই। তবে তার প্রতিবাদের ভাষাটা ছিল একটু ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাড়া ফেলা ‘মি টু’ ক্যাম্পেইনে যোগ দিয়ে রাস্তায় নেমে অর্ধন’’’’গ্ন হয়েছিলেন তিনি।

গত ৭ এপ্রিল ভারতের হায়দরাবাদের বানজারা হিলসে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সের বাইরে এভাবে প্রতিবাদ জানান শ্রী রেড্ডি। ঘটনার পর পরই অবশ্য তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url