দেবের সিনেমায় থাকছেন ইধিকা?
দেবের সিনেমায় থাকছেন ইধিকা?টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের সঙ্গে ইধিকা পালের দ্বিতীয়বারের রোমান্স দেখা যেতে পারে ‘প্রজাপতি-২’ সিনেমায়। বাংলার শাকিব খান, কলকাতার সোহম চক্রবর্তীর মতো নায়ক যার বিপরীতে, তার পরিণতি কিনা বিয়োগান্তক
যদিও এ রকম কিছু সিনেমায় ঘটবে কিনা, সে বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা দেব। পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীও কোনো কথা বলেননি।
এমনকি মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ইধিকা পালও। যে খবর একটি গণমাধ্যম সূত্রে পাওয়া গেছে।
লন্ডনে টানা ১৮ দিনের শুটিংয়ের পর একে একে কলকাতায় ফিরছেন ‘প্রজাপতি ২’-র টিমের সদস্যরা। দিন দুই আগে হাসিমুখে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দেন ‘প্রজাপতি ২’ সিনেমার পরিচালক অভিজিৎ সেন।
কলকাতার ফটোসাংবাদিকদের জানিয়েছেন, টানা এতগুলো দিন সবাই মিলে বিদেশে দুর্দান্ত সময় কাটিয়েছেন। একদিকে মন দিয়ে শুটিং, অন্যদিকে অবসরে লন্ডন ভ্রমণ। সব মিলিয়ে মনে রাখার মতোই সফর।