নতুন রূপে রাকিবুল হাসান তানভীর, সঙ্গে শামীম ও সামান্থা
নতুন রূপে রাকিবুল হাসান তানভীর, সঙ্গে শামীম ও সামান্থা
প্রযোজক থেকে এবার পরিচালনায় নাম লিখিয়েছেন রাকিবুল হাসান তানভীর। প্রথম পরিচালনায় তিনি নিয়ে আসছেন স্যাড রোমান্টিক নাটক ‘ইন অ্যা সিচুয়েশনশীপ’।লুমিনো পিকচার্স’ ব্যানারে নির্মিত হয়েছে তার প্রথম পরিচালিত নাটকটি। যেটির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখক সুশ্ময় সুমন।
নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও মেধাবী অভিনেত্রী সামান্থা পারভেজ। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার উত্তরা এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে। নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক রাকিবুল হাসান তানভীর বলেন, “এটা আমার পরিচালনায় প্রথম কাজ। আমি সবসময় প্রযোজনা করলেও এবার ভিন্নভাবে নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছি। দর্শকদের জন্য হৃদয়ছোঁয়া একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি।”
লুমিনো পিকচার্স’ ব্যানারে নির্মিত হয়েছে তার প্রথম পরিচালিত নাটকটি। যেটির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখক সুশ্ময় সুমন।