বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ক্ষোভে লিংক ভাইরাল করে দিলো দিঘী

বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, ক্ষোভে লিংক ভাইরাল করে দিলো দিঘী

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নেই বরং দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে বলে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এই দুই তারকার সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরেই নানা গুঞ্জন ছিল। এবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

dhakakhobor






                                          

সম্প্রতি ওই টিভি অনুষ্ঠানে নানা বিষয় নিয়েই কথা বলেন তিনি। প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’’

মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম-স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়।’’

তার মতে, ‘‘দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। একটা সময় হলে চলার পর ‘প্রিয়তমা’ থেকে সবগুলো ছবিই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থান-পতন নিয়ে দীঘির ভাষ্য, ‘‘এখানে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন। দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url